প্র.য়াত ‘গরিবের ডাক্তার’, শংকর নেত্রালয়ের প্রতিষ্ঠাতার মৃ.ত্যুতে শো.কপ্রকাশ মুখ্যমন্ত্রীর

0
1

গরিব মানুষের চোখের সুচিকিৎসার জন্য শংকর নেত্রালয় খুলেছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক এস এস বদ্রীনাথ (Doctor SS Badrinath)। তাঁর প্রতিষ্ঠানে চিকিৎসা করিয়ে অনেক মানুষ নতুন আলো দেখেছেন। দীর্ঘদিন রোগভোগের পর মঙ্গলবার জীবনযুদ্ধ শেষ হল সেই বিশিষ্ট চিকিৎসকের। মঙ্গলবার ভোরে চেন্নাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সেঙ্গামেদু শ্রীনিবাস বদ্রীনাথের জন্ম চেন্নাইয়ে। মেধাবী বদ্রিনাথ ছোটবেলাতেই মা-বাবাকে হারান। বাবার বীমার টাকাতেই পড়াশোনা করেন। ১৯৫৭ সাল থেকে ১৯৬২ পর্যন্ত মাদ্রাজ মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়েন। এরপর আমেরিকায় পাড়ি দেন। গ্রাসল্যান্ডস হসপিটাল এবং ব্রুকলিন আই অ্যান্ড ইয়ার ইনফরমারি থেকে স্নাতকোত্তর পাশ। দেশে ফিরে দরিদ্র্যদের কথা ভেবে ১৯৭৮ সালে শংকর নেত্রালয়ের প্রতিষ্ঠা করেন।

সেঙ্গামেদু শ্রীনিবাস বদ্রীনাথের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করে ।মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, “চক্ষুবিদ্যার ক্ষেত্রে অগ্রগামী এবং বিখ্যাত শংকর নেত্রালয়ের প্রতিষ্ঠাতা ডাঃ এস এস বদ্রীনাথ প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। ডাঃ বদ্রীনাথের মৃত্যু ভারতের চিকিৎসা ক্ষেত্রে গভীর ক্ষতি। বিশেষ করে পশ্চিমবঙ্গে যেখানে তিনি বিশাল অবদান রেখেছেন তার জন্য একটি বড় ক্ষতি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব, প্রশংসক এবং উত্তরসূরীদের প্রতি আমার সমবেদনা রইল।”