আজ থেকে শুরু BGBS, ক.ড়া নিরা.পত্তা বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে!

0
1

আজ থেকে কলকাতায় (Kolkata) শুরু হচ্ছে দুদিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit)। দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কড়া নিরাপত্তা বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। দেশ-বিদেশের বহু শিল্পপতিরা এই অনুষ্ঠানে উপস্থিত হবেন। সেক্ষেত্রে হেভিওয়েটদের কনভেনশন সেন্টারে (Convention Centre) পৌঁছতে যাতে কোনও সমস্যা না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে প্রশাসন। ২৮টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বিশ্ব ব্যাঙ্ক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রতিনিধিরাও এই সম্মেলনে থাকবেন বলে জানা যাচ্ছে। ব্রিটেন থেকে ৫৫ জন প্রতিনিধি উপস্থিত হবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর (CM) সফল সফরের পর এবার স্পেন থেকে বাংলায় আসছেন ৮ জন।

কলকাতায় দু-দিনের শিল্পসম্মেলনকে কেন্দ্র করে নক্ষত্র সমাবেশ দেখবে বাংলা। আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরুর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের অ্যানেক্স বিল্ডিংয়ের উদ্বোধন করবেন দুপুর ২:৪০ মিনিটে। ঠিক ৩টেয় বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হবে BGBS। ইউরোপ-মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও একঝাঁক শিল্পপতি বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন।দেশের প্রথম সারির ৩৫ জন শিল্পপতি উদ্বোধনী মঞ্চ আলোকিত করবেন। আদানি গোষ্ঠীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।রিলায়েন্স গোষ্ঠীর চেয়াররম্যান মুকেশ আম্বানি,হিরানন্দানি গ্রুপের কর্ণধার নিরঞ্জন হিরানন্দানি,আইটিসি’র চেয়ারম্যান সঞ্জীব পুরী,জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দল, অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের সঞ্জীব গোয়েঙ্কা ,চ্যাটার্জি গ্রুপের চেয়ারম্যান পূর্ণেন্দু চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত থাকবেন। বাণিজ্য সম্মেলনে আগত দেশ-বিদেশের শিল্পপতিদের সামনে বাংলায় বিনিয়োগের জন্য বেশ কয়েকটি নতুন ক্ষেত্রকে তুলে ধরা হবে। রাজ্যের প্রস্তাবিত পুরুলিয়ায় ৪ হাজার একরের জঙ্গলসুন্দরী কর্মনগরী, ডানকুনি-হলদিয়া, ডানকুনি-কল্যাণী, ডানকুনি-রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ করিডর এবং নিউ টাউনে বেঙ্গল সিলিকন ভ্যালি হাব এর মধ্যে অন্যতম। এছাড়াও কৃষি এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উপর বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামিকাল অর্থাৎ বুধবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান হবে। অতিথিদের গঙ্গা ভ্রমণের পাশাপাশি, আলিপুর জেল মিউজিয়াম ঘুরিয়ে দেখানো হবে বলে সূত্রের খবর।