‘ভারতীয় সমর্থকদের চুপ করিয়ে রাখতে পেরে খুব খুশি’, বিশ্বকাপ জয়ের পর বললেন কামিন্স

0
2

রবিবার বিশ্বকাপ জয় করেছে অস্ট্রেলিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে প‍্যাট কামিন্সের দল। ভারতের মাটিতে ভারতীয় দর্শকদের সামনে জয় ছিনিয়ে নিয়ে উচ্ছ্বসিত অজি অধিনায়ক। কামিন্সের কথায় ক্রিকেটে ভারতীয় সমর্থকদের উন্মাদনা বাকি দেশের থেকে অনেকটাই আলাদা। দর্শকদের কিছুক্ষণের জন্য চুপ রাখতে পেরে খুশি।

এই নিয়ে ম‍্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে কামিন্স বলেন,”ভারতীয় সমর্থকদের ক্রিকেট নিয়ে উন্মাদনা সত্যি প্রশংসার যোগ্য। অন্যান্য দেশের থেকে সম্পূর্ণ আলাদা এখানকার আবহাওয়া। হ্যাঁ, এটা ঠিক কিছুক্ষণ তারা উত্তেজনার বসে দলের হয়ে গলা ফাটাচ্ছিল, তবে আমরা যখন বল করছিলাম বেশিরভাগ সময়ই ওরা চুপ ছিল। এতে আমি খুবই খুশি হয়েছি।”

এরপরই দলের জয় নিয়ে ক‍ামিন্স বলেন,” নিঃসন্দেহে এই জয় মনে রাখার মতো এবং এই দিনটি আমাদের সকলের মনে থাকবে। আমাদের একটাই লক্ষ্য ছিল। সেটা হলো বিশ্বকাপ জেতা। আমরা কোনও কিছুর হওয়ার অপেক্ষায় ছিলাম না। মনে সাহস নিয়ে খেলাটা খেলে গিয়েছিলাম।এই বছরটি আমাদের সকলেরই মনে থাকবে চিরকাল আর এটা তো এই বছরের সেরা মুহূর্ত। কোনও কথাই হবে না।”

আরও পড়ুন:বিশ্বকাপের উপর পা তুলে ছবি মার্শের, পোস্ট কামিন্সের, শুরু সমালোচনা