সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি-র সব মা.মলা ছাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

0
1

সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল।এবার সেই নির্দেশ মেনে এসএসসি-র সব মামলা আপাতত ছেড়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই মামলাগুলিকে শুনানি আর তার এজলাসে হবে না।হাই কোর্টের প্রধান বিচারপতি ওই মামলাগুলি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে পাঠিয়েছেন।যদিও বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, স্কুল সার্ভিস কমিশনের মামলা তিনি না শুনলেও প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি তাঁর এজলাসে হবে। আগামী ২৯ নভেম্বর প্রাথমিক মামলার শুনানি হবে বলে জানিয়েছেন তিনি।

বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই মামলা গুলিকে তালিকা থেকে সরানো হল। গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট এসএসসি সংক্রান্ত সমস্ত মামলা ফেরত পাঠিয়েছিল কলকাতা হাই কোর্টে। এর মধ্যে একটি মামলা রুজু হয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একটি চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে। এ ছাড়াও স্কুল সার্ভিস কমিশনের একাদশ এবং দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষকের নিয়োগ পরীক্ষায় অনিয়মের পাশাপাশি ওএমআর শিট প্রকাশ-সহ নানা বিষয় নিয়ে মামলা করা হয়েছিল।সুপ্রিম কোর্ট ওই সমস্ত মামলা কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে ফেরত পাঠান।

সেই নির্দেশ অনুযায়ী কলকাতা  হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ শুক্রবারই জানিয়ে দেয়, এসএসসি নিয়োগ মামলা শুনবেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদির নতুন ডিভিশন বেঞ্চ। তার ঠিক তিন দিন পরেই আজ মামলাগুলির শুনানি হওয়ার কথা চিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। সোমবার বিচারপতি এজলাসে বসার পরই বিষয়টি উল্লেখ করেন আইনজীবীরা। এর পরেই এসএসসি সংক্রান্ত সমস্ত মামলা নিজের তালিকা থেকে বাইরে বের করে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।