হাওড়ায় (Howrah) ফের অগ্নিকাণ্ড। সোমবার ভোররাতে ফোরশোর রোডের একটি জুটমিলে (Jute Mill) আগুন (Fire) লেগে যায়। যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আগুনের ঘটনায় লক্ষ লক্ষ টাকার পাট পুড়ে ছাই হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে সময়।মতো দমকল বাহিনী চলে আসায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। আপাতত আগুন নিয়ন্ত্রণে বলে। তবে ঠিক কী কারণে অগ্নিকাণ্ড তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দমকলের কর্তারা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন।
জানা গিয়েছে, সোমবার ভোর ৫টা নাগাদ ফোরশোর রোডের জয়শ্রী জুটমিলে আগুন লাগে। জুটমিলে প্রায় ২০ কুইন্টাল পাট মজুত ছিল। যার ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। স্থানীয় বাসিন্দারাই প্রথম দেখতে পান আগুনের লেলিহান শিখা। খবর দেওয়া হয় দমকলে। দ্রুত ছুটে আসে বাহিনী। ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ৮টা পর্যন্ত সময় লাগে আগুন নিয়ন্ত্রণে আসতে।