বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে শান্তিনিকেতন থানার পুলিশ, চলছে জিজ্ঞাসাবাদ

0
2

দায়ের হয়েছিল পাঁচ পাঁচটি মামলা। একাধিকবার বিভিন্ন বিষয়ে কুরুচিকর মন্তব্য করে বড় বিপাকে বিশ্বভারতীর (Viswa Bharati) সদ্য প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)। সোমবার সাতসকালে তাঁর বাড়িতে সটান হাজির পুলিশ। সূত্রের খবর, প্রাক্তন উপাচার্যের বাড়িতে এই মুহূর্তে শান্তিনিকেতন থানার ওসি-সহ চার পুলিশ আধিকারিক রয়েছেন। এর আগে শান্তিনিকেতন থানার পুলিশ (Shantiniketan Police) একাধিকবার ৫টি বিভিন্ন মামলায় নোটিশ ধরিয়েছিল। এদিন বিদ্যুৎ চক্রবর্তীকে দায়ের হওয়া মোট ৫ মামলায় শান্তিনিকেতন থানার পুলিশের জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে খবর। যদিও এ নিয়ে এখনই স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

প্রতিবেদনটি যখন লেখা হচ্ছে শেষ পাওয়া খবর জোর করে দখল করে রাখা প্রাক্তন উপাচার্যের বাসভবন ‘পূর্বিতা’য় এই মুহূর্তে শান্তিনিকেতন থানার ওসি-সহ চার সদস্যের একটি দল রয়েছেন। উল্লেখ্য, উপাচার্য পদের মেয়াদ শেষ হওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ পাতার একটি চিঠি দিয়ে অশালীন ও কুরুচিকর ভাষা প্রয়োগের অভিযোগ ওঠে বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্যর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে সব মহলে নিন্দার ঝড় ওঠে। এরপরই শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়েক। পুলিশ অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে। পাশাপাশি বিতর্কিত ফলক বসানো ছাড়াও বিদ্যুতের বিরুদ্ধে আরও চারটি অভিযোগে দায়ের হয় মামলা।

আর সেই সব মামলায় প্রাক্তন উপাচার্যকে জিজ্ঞাসাবাদের জন্য সম্প্রতি পুলিশ আধিকারিকেরা তাঁর বাসভবনে গিয়ে তাঁকে নোটিস দিয়ে আসেন। তবে হাজিরার দিন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য তিন সপ্তাহ সময় চাওয়ার পাশাপাশি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। হাই কোর্ট সাফ জানায়, রক্ষাকবচ দিলেও পুলিশ বিদ্যুৎকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এরপরেই ফের শান্তিনিকেতন থানার তরফে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নোটিশ পাঠানো হয়।