হলো না। ১২ বছর পর দেশের মাটিতে বিশ্বকাপ জয় হলো না টিম ইন্ডিয়ার। এদিন ২০২৩ আইসিসি একদিনের ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হলো ভারতবাসীর। ম্যাচ হেরে হতাশ টিম ইন্ডিয়ার ক্রিকেটারও। সারা বিশ্বকাপে একটা ম্যাচও না হেরে ফাইনালে হারের মুখ দেখে ভারতীয় দল। যদিও ম্যাচ হারলেও দলকে নিয়ে গর্বিত টিম অধিনায়ক। বললেন, সারা টুর্নামেন্টে যা খেলেছি, তার জন্য গর্বিত।

ম্যাচ শেষে রোহিত বলেন,” আমরা জানি যে আমরা ভাল খেলতে পারিনি। কিন্তু প্রথম ম্যাচ থেকে যেভাবে খেলেছি তার জন্যে গর্বিত। আজ দিনটা আমাদের ছিল না। আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি। কিন্তু যা চেয়েছিলাম তা হয়নি। ২০-৩০ রান আরও করলে হয়তো ম্যাচের ফল অন্য রকম হত। ২৫-৩০ ওভার নাগাদ যখন কোহলি-রাহুল ব্যাট করছিল তখন ভেবেছিলাম লম্বা জুটি তৈরি হতে চলেছে। ওদের বলেছিলাম যত দূর সম্ভব ব্যাটিং চালিয়ে যেতে। সেই মুহূর্তে ২৭৫-২৮০ রান উঠে যাবে ভেবেছিলাম। তারপরে একের পর এক উইকেট হারাতে থাকি। লম্বা জুটি হচ্ছিল না। অস্ট্রেলিয়া ঠিক সেটাই করল। ওরা লম্বা জুটি তৈরি করে ম্যাচটা জিতে নিল।”

এরপরই রোহিত বলেন,” কোনও অজুহাত দিতে চাই না। আমরাই আগে ব্যাট করে বেশি রান করতে পারিনি। পেসারেরা তিনটে উইকেট নিয়ে আমাদের সুবিধা করে দিয়েছিল। কিন্তু ওই হেড-লাবুশানের জুটিই আমাদের শেষ করে দিল।”
আরও পড়ুন:ফাইনালে স্বপ্নভঙ্গ, চোখের জলে মাঠ ছাড়লেন বিরাট-সিরাজ-রোহিতরা











































































































































