গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আজ ভারত বনাম অস্ট্রেলিয়ার (Ind vs Aus World Cup final 2023) বিশ্বকাপ জেতার লড়াই। ইতিমধ্যেই টস জিতে প্রথমে বল করা সিদ্ধান্ত নিয়েছেন কামিন্স। মোতেরার ২২ গজে রোহিত – বিরাটদের (Rohit Sharma -Virat Kohli) দাপট শুরু হওয়ার মাঝেই একটু ফ্ল্যাশব্যাকে ফিরে দেখে নেওয়া যাক ফাইনালে ভারতীয় ক্রিকেট (Indian cricket) দলের পারফরম্যান্সের পরিসংখ্যান।
৫০ ওভারে এবং কুড়ি কুড়ি বিশ্বকাপ মিলিয়ে সাদা বলের দুই ফর্ম্যাটে এখনও পর্যন্ত মোট ৬ বড় টিম ইন্ডিয়া বিশ্বকাপ ফাইনাল খেলেছে। এর মধ্যে ওডিআই ক্রিকেটে ভারত চারবার ফাইনালে উঠেছে। প্রথম কপিলদেবের নেতৃত্ব ১৯৮৩ , তারপর সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধীনে ২০০৩, ২০১১ সালে টিম ইন্ডিয়া ক্যাপ্টেন ছিলেন মহেন্দ্র সিং ধোনি। আর ২০২৩-এ ফাইনাল রোহিতের নেতৃত্বে খেলছে টিম। আর টি-২০ বিশ্ব যুদ্ধে ভারত বিশ্বকাপ ফাইনাল খেলেছে ২ বার। ২০০৭ সালে প্রথমবার এই লড়াইয়ে ফাইনালে পৌঁছে যায় মেন ইন ব্লু। এরপর ২০১৪ সালে দ্বিতীয়বার ফাইনাল খেলে নীল জার্সির মালিকরা। যদি ওয়ার্ল্ড কাপ ফাইনালের কথা বলা হয় তাহলে ১৯৮৩ এবং ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জিতেছে ভারত। টি-২০ বিশ্বকাপে ২০০৭ সালে জিতলেও, শেষমুহূর্তে ফাইনালে হারে ২০১৪ সালে।
১৯৮৩ বিশ্বকাপের কপিল দেব,মোহিন্দর অমরনাথ,সুনীল গাওস্করদের টিম ইন্ডিয়া ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডসের মাঠে প্রথমে ব্যাটিং করে গুটিয়ে যায় ১৮৩ রানে। সেই সময়ে ওয়েস্ট ইন্ডিজকে হারানো ছিল অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু ক্রিকেটদুনিয়াকে চমকে দিয়ে ১৪০ রানেই ক্যারিবিয়ান দৈত্যদের রুখে দেয় ভারত। এর প্রায় বছর ২০ পরে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বে ২০০৩ সালে ভারত বিশ্বকাপ ফাইনালে ওঠে। সেই সময় প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া।রিকি পন্টিং এবং ড্যামিয়েন মার্টিনের দুটি অসাধারণ ইনিংসের সুবাদে স্কোরবোর্ডে ৩৫৯ রান তোলে অস্ট্রেলিয়া। ম্যাকগ্রা, বিখেল, ব্রেট লি’দের বিরুদ্ধে ব্যর্থ হয় সৌরভ, শচীন, দ্রাবিড়দের লড়াই। স্বপ্নভঙ্গ হয় দেশের। এর কুড়ি বছর পর ফের আজ ভারত অস্ট্রেলিয়া মুখোমুখি।২০১১ সালে বিশ্বকাপে আয়োজিত হয়েছিল ভারতে আর ধোনির নেতৃত্বে ফাইনালে ঘরের মাঠে ভারত মুখোমুখি হয়েছিলো শ্রীলঙ্কার। প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা ২৭৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৯৭ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন গৌতম গম্ভীর। জয়সূচক রান আসে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকেই। তিনি ৯১ করে অপরাজিত থাকেন।
এবার আসা যাক কুড়ি কুড়ি বিশ্বযুদ্ধের কথায়। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ আয়োজিত হয়েছিলো দক্ষিণ আফ্রিকায়। এই ফরম্যাটের প্রথম বিশ্বকাপ জিতে নেয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন তরুণ ভারতীয় ক্রিকেট দল। ফাইনালে পাকিস্তানকে হারায় টিম ইন্ডিয়া। ৫ রানের ব্যবধানে টি-২০ বিশ্বকাপে জয় এসেছিল। যদিও ২০১৪ সালে এই ফর্ম ধরে রাখতে পারেনি ভারত। বাংলাদেশের মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেছিলো টিম ইন্ডিয়া। মাত্র ১৩০ রান স্কোরবোর্ডে যোগ করতে পেরেছিল। রান তাড়া করতে নেমে ১৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
আজ ৫০ ওভারের বিশ্বকাপ জয় করার আশায় বুক বাঁধছেন সারা দেশের মানুষ। কুড়ি বছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছিল আজ প্রতিশোধ নেওয়ার পালা বলেই মনে করছেন ক্রিকেট ফ্যানেরা।