সামনেই মরুরাজ্যে নির্বাচন, BJP প্রার্থীদের ‘গুণপনা’ দেখে চক্ষু চড়কগাছ!

0
1

২৫ নভেম্বর ভোট মরুরাজ্যে। প্রচার তুঙ্গে। এরইমধ্যে সামনে এসছে প্রার্থীদের পরিচয়। আর তাঁদের গুণপনা দেখে চক্ষু চড়কগাছ সবার। বিশেষ করে গেরুয়া শিবিরের প্রার্থীরা। তাঁদের বিরুদ্ধে ধর্ষণ, খুনসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। শুধু তাই নয়, এমন অনেক প্রার্থী আছেন যাঁরা নামটাও সই করতে পারেন না।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিপারেশনস (এডিআর) এর রিপোর্ট অনুযায়ী, রাজস্থানে (Rajasthan) ২০০ টি আসনের জন্য মোট ১,৮৭৫ জন প্রার্থীর মধ্যে ৩২৬ অর্থাৎ ১৭ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। আর সব থেকে বেশী মামলা রয়েছে BJP প্রার্থীদের বিরুদ্ধে। ২০০ টি আসনের রাজস্থান বিধানসভার বিজেপির প্রার্থী তালিকার মধ্যে রিপোর্ট অনুযায়ী, ৩১শতাংশ BJP প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। অপরাধী প্রার্থীদের পাশাপাশি বিধানসভা নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যাও বাড়ছে। ১৮৭৫ জন প্রার্থীর মধ্যে ৬৫১ জন প্রার্থী কোটিপতি।

রাজস্থান নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মোট প্রার্থীদের মধ্যে ৩৬ জনের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে। এমনকী এডিআর রিপোর্ট অনুযায়ী একজন প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণের মামলাও রয়েছে। একইভাবে ৩৪ জন প্রার্থীর বিরুদ্ধে খুনের চেষ্টা সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে। বিজেপির সর্বাধিক ৮৮ শতাংশ প্রার্থী কোটিপতি।

রাজস্থান নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৪১ শতাংশ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। ৪৯ শতাংশ স্নাতক বা তার বেশি ১৩৭ জন নিজেদের নাম সই করতে পারেন এবং ১১ জন নিরক্ষর।