নজরে BGBS: বস্ত্রশিল্পে ৫০০ কোটি টাকারও বেশি বিনিয়োগের সম্ভাবনা

0
1

এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের হাত ধরে রাজ্যে বস্ত্রশিল্পে ৫০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ আসতে চলেছে। সম্মেলনের মঞ্চ থেকেই এই সব বিনিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা হবে। এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে দেশের পাশাপাশি বিদেশেরও বেশ কিছু শিল্পপতিরা অংশ নিচ্ছেন। স্পেন, আরব আমিরশাহি, পোল্যান্ড এবং ব্রিটেন থেকে আসছেন সবথেকে বেশি প্রতিনিধি। ফলে গত বছরের থেকে এবারের বিনিয়োগের প্রস্তাব টাকার অঙ্কে অনেক বেশি হবে বলেই মনে করছে রাজ্য প্রশাসন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবারে ব্রিটেন থেকে আসছেন ৫৫ জন প্রতিনিধি এবং স্পেন থেকে ৮ জন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন এবং দুবাই সফরের পর বিদেশি বাণিজ্যিক সংস্থাগুলি রাজ্যে বিনিয়োগ করতে এগিয়ে আসায় আগ্রহ দেখাচ্ছে। দেশের অন্যান্য রাজ্যের শিল্পোদ্যোগীদের মধ্যেও বাংলায় বিনিয়োগ করায় উৎসাহ বাড়ছে। দেখা যাচ্ছে, বিনিয়োগের আগ্রহ বেশি বস্ত্রশিল্পে। এই শিল্পে আসন্ন বাণিজ্য সম্মেলনে প্রায় ৬৫০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা হতে চলেছে বলেই নবান্ন সূত্রে খবর। রাজ্যের হিসেব হল, বস্ত্রশিল্পে বিনিয়োগের জেরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। বিনিয়োগ টানতে ক্ষুদ্রশিল্পের ওপরেও অনেকটা ভরসা রাখছে রাজ্য সরকার। ২ বছর আগে স্কুলের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। সেই সিদ্ধান্ত যে শুধু পাওয়ারলুম ক্ষেত্রে জোয়ার এনেছে তা নয়, এর হাত ধরে রাজ্যের বস্ত্রশিল্পের চিত্রটিও সম্পূর্ণ বদলে গিয়েছে বলেই জানাচ্ছেন রাজ্যের আধিকারিকরা।

সেই সূত্রেই পূর্ব ভারতের প্রথম ডেনিম ফ্যাক্টরি গড়ে উঠতে চলেছে হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার বাগনানে। সেখানে প্রায় ১৯৫ কোটি টাকা বিনিয়োগ করে বছরে ১.৭ কোটি মিটার ডেনিম উৎপাদন কেন্দ্র তৈরি করবে বেসরকারি সংস্থাটি। আবার, নদিয়ায় অন্য একটি সংস্থা ৭০-১০০ কোটি টাকা ব্যয়ে গড়ে তুলতে চলেছে একটি রেডিমেড গার্মেন্ট ফ্যাক্টরি। সেখানে ২ হাজার জনের কর্মসংস্থানের সুযোগ থাকছে। হাওড়ার জগদীশপুরে ১৭৫ কোটি টাকা বিনিয়োগ একটি সুতো তৈরির কারখানা চালু করবে আরও একটি সংস্থা। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, সোদপুর এবং গুড়াপে বস্ত্রশিল্প স্থাপনে আরও প্রায় ৫৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব আসতে চলেছে বলে জানা গিয়েছে। বাণিজ্য সম্মেলনেই এই সমস্ত বিনিয়োগের ঘোষণা হবে। সম্প্রতি, বস্ত্র শিল্পের নতুন উৎসাহ নীতি ঘোষনা করেছে রাজ্য সরকার। তার হাত ধরেই এই বিনিয়োগ।

আরও পড়ুন- খালনার বন্দ্যোপাধ্যায়দের জগদ্ধাত্রী পুজোর ৩৫২ বছর, মাকে দেওয়া হয় মাছের ভোগ !