শান্তিনিকেতনের ওয়ার্ল্ড ‘হেরিটেজ’ ফলকে কেন ‘ব্রাত্য’ কবিগুরু? রিপোর্ট চাইলেন রাজ্যপাল

0
3

সম্প্রতি, বিশ্বভারতী বিশ্ব বিদ্যালয়ের সদ্য প্রাক্তন ও বিতর্কিত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর হাত ধরে ওয়ার্ল্ড ‘হেরিটেজ’ লেখা তিনটি ফলক বসানো হয়েছিল শান্তিনিকেতনে। কিন্তু কোনও এক অজানা কারণে সেই ফলকে ছিল না স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের নাম! অথচ জ্বলজ্বল করছিল প্রধানমন্ত্রী তথা আচার্য নরেন্দ্র মোদি ও তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছিল। বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করেছিলেন। তাঁর নির্দেশে বেশ কিছুদিন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব শান্তিনিকেতনে অবস্থান বিক্ষোভ করেছিল। চাপে পড়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ফলকে মোদি ও উপাচার্যের নাম থাকবে না বলে জানিয়ে দেয়। বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। সেই সময় তিনি বিদ্যুৎ চক্রবর্তীর কাছে ফলকে কবিগুরুকে কেন ‘ব্রাত্য’ করা হয়েছে, তা নিয়ে কৈফিয়ত তলব করেছিলেন।

বিষয়টি নিয়ে ফের বিশ্বভারতী বিশ্ববিদ‌্যালয়ের কাছে রিপোর্ট চেয়ে পাঠালেন রাজ‌্যপাল আনন্দ বোস। পদাধিকারবলে রাজ‌্যপাল আবার বিশ্বভারতীর রেক্টরও। রাজভবন সূত্রে খবর, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ‌্যপাল।

উল্লেখ‌্য, রাজভবনের উত্তর দিকের গেটের নামও বদলে ফেলেছেন রাজ‌্যপাল। নতুন নাম হচ্ছে ‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর গেট’।