শো.কাহ.ত বলিউড, প্রয়া.ত যশ-পত্নী পামেলা! রানির বাড়িতে শাহরুখ-অমিতাভ

0
1

বিগত ১৫ দিন ধরে হাসপাতালে অক্লান্ত লড়াই শেষে বিদায় নিলেন পামেলা চোপড়া (Pamela Chopra)।শুধুমাত্র কিংবদন্তি পরিচালক যশ চোপড়ার (Yash Chopra) স্ত্রী হিসাবেই নয়, ছবির চিত্রনাট্য লেখা থেকে শুরু করে গান গাওয়া এবং প্রযোজনায় নিজের অস্তিত্ব রেখে গেলেন তিনি। শোকাহত বলিউড (Bollywood)। বৃহস্পতিবার মুম্বইয়ে লীলাবতী হাসপাতালে (Leelavati Hospital) তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭৪ বছর। পামেলার প্রয়াণে “দ্বিতীয়বার মাতৃহারা হলাম” ,বলছেন শাহরুখ (Shahrukh Khan)। শোকে বিহ্বল অমিতাভ (Amitabh Bachchan)।

বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা ছিলেন তিনি। স্বামী যশ চোপড়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন।অমিতাভ অভিনীত ‘কভি কভি’ ছবির স্ক্রিপ্ট লিখেছিলেন তিনি। ‘দিল তো পাগল হ্যায়’ ছবির চিত্রনাট্যকার হিসাবেও কাজ করেছেন পামেলা চোপড়া। ‘চাঁদনি’, ‘DDLJ ‘, ‘মুঝসে সাধি করোগি’-সহ আরও একাধিক ছবিতে গান গেয়েছেন। তাঁর এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না বলিউডের প্রবীণ থেকে নবীন কোনও প্রজন্মই। বৃহস্পতিবার সকালে দুঃসংবাদ পাওয়ার পরই অমিতাভ শুটিং ছেড়ে হাজির হয়েছিলেন চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়ার বাড়িতে। পামেলার (Pamela Chopra) আকস্মিক মৃত্যুসংবাদে এক সমুদ্র শূন্যতা গ্রাস করেছে বর্ষীয়ান অভিনেতাকেও। অভিষেক বচ্চন এবং পুত্রবধূ ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে আদিত্য চোপড়া ও রানি মুখোপাধ্যায়ের বাড়িতে আসতে দেখা যায় অমিতাভকে। শেষকৃত্যে উপস্থিত ছিলেন তিনি। হাজির ছিলেন শাহরুখ খানও। প্রয়াত পামেলা চোপড়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের ছবির প্রিমিয়ার বাতিল করলেন সলমন খান (Salman Khan)।