আল-শিফায় ইজরায়েল সেনার অভিযান, লাফিয়ে বাড়ছে রোগীমৃত্যু

0
1

গাজার বৃহত্তম আল-শিফা হাসপাতালে হামাস জঙ্গিদের খোঁজে ইজরায়েলি সেনার অভিযান শুরুর পর থেকে সেখানে রোগীমৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। এই হাসপাতাল এখন দু’পক্ষের লড়াইয়ের কেন্দ্রস্থল। হামাসের খোঁজে হাসপাতালের প্রতি কোণায় তল্লাশি চালাচ্ছে ইজরায়েলি সেনা। প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রকের দাবি, ইজরায়েলি সেনার অভিযানে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা একেবারে ভেঙে পড়েছে। হামাসের খোঁজে হাসপাতালটিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এর ফলে অক্সিজেন এবং জ্বালানির সঙ্কটে চিকিৎসা পরিষেবা থমকে গিয়েছে। বিনা চিকিৎসায় বহু রোগীর মৃত্যু হচ্ছে।

প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চিকিৎসার প্রাথমিক পরিষেবা থমকে যাওয়ায় তিন সদ্যোজাত-সহ ২৪ রোগীর মৃত্যু হয়েছে। মন্ত্রকের মুখপাত্র আশরাফ আল-কাদরা জানান, হাসপাতালে বিদ্যুৎ নেই। চিকিৎসা পরিষেবা থমকে গিয়েছে। গত ৪৮ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে স্রেফ চিকিৎসার অভাবে। অন্যদিকে ইজরায়েলের দাবি, এই হাসপাতালটিকেই ‘কমান্ড সেন্টার’ হিসাবে ব্যবহার করছে হামাস। এর সপক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে ইজরায়েলি সেনা। হাসপাতালের নীচে থাকা একটি সুড়ঙ্গের সেই ভিডিও প্রকাশ করে তাদের দাবি, এখান থেকেই হামলা চালাচ্ছে হামাস। এমনকী ওই সুড়ঙ্গ থেকে এক পণবন্দির দেহও উদ্ধার হয়েছে বলে দাবি ইজরায়েলের।