বদলি করা হল জয়নগরের আইসি রাকেশ চট্টোপাধ্যায়কে। বদলি হলেন টিটাগড় থানার আইসি সমিত মণ্ডলও। রাকেশ চট্টোপাধ্যায়কে বদলি করা হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে। তাঁর জায়গায় জয়নগর থানার নতুন আইসি হলেন বারুইপুর গোয়েন্দা পুলিশের আধিকারিক পার্থসারথি পাল। টিটাগড় থানার আইসি সমিত মণ্ডলকে পাঠানো হল বীরভূমে। টিটাগড় থানার দায়িত্বে এলেন তাপসকুমার নস্কর। শুক্রবার এখবর জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে। এটি রুটিন বদলি বলে জানিয়েছে প্রশাসন।




































































































































