কাজ না করেই মিলেছে বেতন! ১০ পুরসভার হাজিরা খাতা-বায়োমেট্রিক মেশিনের নথি খতিয়ে দেখবে ইডি

0
2

পুর নিয়োগ মামলার তদন্তে আরও তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। এবার নজরে থাকা সবকটি পুরসভার হাজিরার খাতা (Attendance Sheet) এবং বায়োমেট্রিক মেশিনের (Biometric Machine)  নথি দেখাতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, যাঁরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন তাঁরা কাজ না করে বা কাজের জায়গায় কোনওরকম হাজিরা না দিয়েই বেতন নিয়েছেন। তবে তাঁরা কারা তা জানতে এবার ময়দানে ইডি। সূত্রের খবর, এই বিষয়ে পুর ও নগরোন্নয়ন দফতরের সঙ্গে ইতিমধ্যে এক প্রস্থ কথা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। কিন্তু পুর নিয়োগ মামলার তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত তেমন কিছু অভিযোগ সামনে আনতে পারেননি ইডি আধিকারিকরা। যার কারণে হাই কোর্টেরও প্রশ্নের মুখে পড়তে হয় তদন্তকারী সংস্থাকে।

সূত্রের খবর, বর্তমানে ১০ পুরসভার নাম এক্ষেত্রে উঠে এসেছে। আর সেকারণেই ১০ পুরসভার হাজিরার খাতা এবং বায়োমেট্রিক নথি চেয়ে পাঠানো হয়েছে ইডির তরফে। শিক্ষক নিয়োগ মামলার তদন্ত চলাকালীনই ইডির নজরে এসেছে রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগের বিষয়টি। পরে আদালত এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। ইডিও সমান্তরালভাবে তদন্ত শুরু করে। আর সেই তদন্তে নেমেই ইডির স্ক্যানারে উঠে আসে কামারহাটি, বর্ধমান, নিউ ব্যারাকপুর, বারাকপুর, পানিহাটি, দমদম, দক্ষিণ দমদম, বিধাননগর-সহ একাধিক পুরসভা বা পুরনিগম।