শরবতে বিষ মিশিয়ে নাবালিকা তিন মেয়েকে (Daughter) খুনের চেষ্টা ‘গুণধর’ বাবার (Father)। এমন নৃশংসতায় এক মেয়ের মৃত্যু। পর পর তিনট কন্যা সন্তান, এটাই স্ত্রী ও মেয়েদের ‘অন্যায়’! তিন কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্বামী রোজ অশান্তি ও মারধর করত। এমনকি, মেয়েদের প্রাণে মেরে ফেলার হুমকিও দিতেন। কিন্তু সেটা যে বাস্তবে ঘটবে তা দুঃস্বপ্নতেও কেউ ভাবেনি।
প্রাণে মারার পরিকল্পনা করে নিজের তিন নাবালিকা কন্যা সন্তানকে শরবতে বিষ মিশিয়ে খাওয়ানোর অভিযোগে আগেই অভিযুক্ত আমিন সরদারকে গ্রেফতার করেছিল পুলিশ। তিন মেয়ের মধ্যে মেজ মেয়ে রাবেয়ার মৃত্যু হয়। অপর দুই কন্যা মৃত্যুর সঙ্গে লড়াই করছে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং (Canning) থানা এলাকার হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের চাকদা বালুইঝাঁকার। অভিযুক্ত বাবার কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। অভিযুক্ত আমিন সরদার পেশায় ভ্যান চালক বলে জানা গিয়েছে।