ডিসেম্বরে হতে চলেছে ইউজিসি নেট পরীক্ষা। শুক্রবার ওয়েবসাইটে সেই পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে চলতি বছরের ইউজিসি নেটের ডিসেম্বর সেশনের পরীক্ষা। এনটিএ-এর ওয়েবসাইটে এই রুটিন বিশদে দেওয়া হয়েছে।
রুটিন অনুযায়ী, ইংরেজি ও ইতিহাস পরীক্ষা হবে হবে ৬ ডিসেম্বর। দুটি শিফটে পরীক্ষা হবে। এরপর ৭ ডিসেম্বর প্রথম শিফটে হবে কমার্স বিষয়ের পরীক্ষা। ওইদিনই দ্বিতীয় শিফটে কম্পিউটার সায়েন্স ও অ্যাপ্লিকেশনের পরীক্ষা নেওয়া হবে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ও দর্শনের পরীক্ষা দুই শিফটে নেওয়া হবে আগামী ৮ ডিসেম্বর। ১১ ডিসেম্বর প্রথম শিফটে রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ও হিন্দি পরীক্ষা হবে দ্বিতীয় শিফটে। ১২ ডিসেম্বর ভূগোল, সমাজবিজ্ঞান ও মাস কমিউনিকেশনের পরীক্ষা নেওয়া হবে। যদিও এখনও পরীক্ষাকেন্দ্র সংক্রান্ত কোনও নোটিস প্রকাশ করেনি ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষার দশদিন আগে সেই সংক্রান্ত বিশদ বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে এনটিএ সূত্রের খবর। পরীক্ষার্থীরা সমস্ত পরীক্ষার বিস্তারিত দিনক্ষণ ugcnet.nta.ac.in এই ওয়েবসাইটে দেখতে পাবেন।