চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারতীয় বোলার মহম্মদ শামি। এখনও পযর্ন্ত নিয়েছেন ২৩ টি উইকেট, তবে মাত্র ছ’টি ম্যাচে। বিশ্বকাপের প্রথম দিকে ম্যাচে সুযোগ পাননি বাংলার পেসার। তবে যবে থেকে ম্যাচে সুযোগ পেয়েছেন, তবে থেকেই বিপক্ষ দলের ব্যাটরদের চিন্তার কারণ হয়েছেন শামি। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত তিন বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন। কিন্তু জানেন কি এই মহম্মদ শামির বিশ্বকাপে খেলাই হতো না, যদি না হার্দিক পান্ডিয়া চোট পেয়ে ছিটকে যেতেন। এদিন এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর।
এই নিয়ে তিনি বলেন,” আমরা যে পরিকল্পনা নিয়ে দল সাজাচ্ছিলাম তাতে শামির জায়গা হচ্ছিল না। খুব কঠিন ছিল ওকে দলে নেওয়া। হার্দিক চোট পাওয়াতে সেই সুযোগ আসে। ” এরপরই বিক্রম রাঠৌর বলেন,” শামি খুবই স্পেশ্যাল বোলার। খুব ভাল বল করছে ও। দলের ম্যানেজমেন্টকেও কৃতিত্ব দিতে হবে এর জন্য। নিয়মিত না খেললেও শামিকে তৈরি রেখেছিল তারা। মানসিক ভাবে শামিকে প্রস্তুত রেখেছিল তারা। এখনও আমাদের দলের সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন প্রথম একাদশের বাইরে রয়েছে।”
চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে মহম্মদ শামি। শেষ ম্যাচ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিয়েছে সাত উইকেট।
আরও পড়ুন:বিশ্বকাপের ফাইনালে নামার আগে ভাইরাল রোহিত, কিন্তু কেন?