পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশে এবার নয়া নিয়ম! জেনে নিন

0
3

স্বল্প পোশাক কিংবা ছেঁড়া জিন্স পরে পুরীর জগন্নাথ মন্দিরে (Jagannath Temple, Puri) প্রবেশ করা যাবে না, এ কথা আগেই জানানো হয়েছিল। পুরুষদের ক্ষেত্রে হাফ প্যান্ট পরে মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। আগামী বছরের গোড়া থেকেই এই নিয়ম কার্যকরী হবে। এবার এই নয়া বিধির তালিকায় জুড়ল আরও কিছু নির্দেশ। এবার থেকে পুরীর জগন্নাথ মন্দিরে (Jagannath Temple) আর পান বা গুটখা জাতীয় কিছু খাওয়া যাবে না। ইতিমধ্যে এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ (SJTA)।

পুরীর মন্দিরের সঙ্গে ভক্তদের এক আলাদা সম্পর্ক রয়েছে। দশকের পর দশক ধরে মানুষের ভিড়ের অন্যতম কেন্দ্রবিন্দু জগন্নাথ মন্দির। প্রাণভরে আরাধ্য নারায়ণকে পুজো দেওয়ার পাশাপাশি ফুল -মালা ইত্যাদি নিবেদনের রীতিও এতদিন ধরে চলে আসছে। তবে এবার থেকে আর ফুল বা প্লাস্টিকের ব্যাগ নিয়ে মন্দির চত্বরে প্রবেশ করা যাবে না বলে জারি হল নির্দেশিকা। এর পাশাপাশি ভক্ত-সহ সেবায়েত, কর্মী- সকলের জন্যই জগন্নাথ মন্দির চত্বরে পান ও গুটখা খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হল।আগামী ১ জানুয়ারি ২০২৪ থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানিয়েছে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ (SJTA)।