জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি নিয়ে যে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তা সম্পূর্ণ মিথ্যা বলে জানালেন তৃণমূলে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি-এর অধীনে, বয়স্কদের জন্য সামাজিক নিরাপত্তা পেনশন ২০০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে ।
শুধুমাত্র ২০০১ সালের আদমশুমারি অনুসারে তৈরি বিপিএল তালিকাভুক্ত ব্যক্তিদের পেনশন দেওয়া হয় । এনএসএপি-এর বাজেট ক্রমাগত কমেছে । এই বছরও, NSAP ১৬কোটি কমেছে।
তিনি লিখেছেন, সামগ্রিক বাজেটে বরাদ্দকৃত ব্যয়ের শতাংশের ভাগ ২০১৪-১৫ অর্ধ বর্ষের ০.৫৮% থেকে ২০২৩-২৪-এ মাত্র ০.২১%-এ নেমে এসেছে ।
তিনি লিখেছেন , ক্যাগের রিপোর্ট বলছে যে তহবিল বিমুখতা এবং অলসতা এবং এনএসএপি-এর পরিধি থেকে যোগ্য সুবিধাভোগীদের বঞ্চনা উন্নয়নের নামে একটি নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছুই নয়!তার অভিযোগ এই সত্যকে গোপন করে মানুষকে বিভ্রান্ত করার জন্য, না জেনেই বিরোধী দল নেতা মনগড়া মন্তব্য করছেন।