এক টিকিটে ৪৫ কোটি! রূপকথার মতো বদলে গেল টেকনিশিয়ান শ্রীজুর জীবন

0
3

ভাগ্যের চাকা কখন যে বদলে যাবে সেটা বোধহয় ভাগ্যবিধাতাও আগে থেকে জানতে পারেন না। আজ যে ফকির কাল তাঁর রাজা হতে লাগে একটা মুহূর্ত, আর একটা অবিশ্বাস্য খবর। ঠিক এমনটাই হল টেকনিশিয়ান শ্রীজুর সঙ্গে। লটারির এক টিকিটে ৪৫ কোটি টাকা পুরস্কার পেয়ে রাতারাতি বদলে গেল জীবন। সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়ে মালামাল ভারতীয় টেকনিশিয়ান।

পরিবারকে ভাল রাখার আশায়, নিজে একটু ভাল থাকার স্বপ্ন নিয়ে আরবে পাড়ি দিয়েছিলেন কেরলের যুবক শ্রীজু। সেখানকার একটি তেল এবং গ্যাস শিল্প সংস্থার কন্ট্রোল রুম অপারেটরের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। মাথার উপরে কোন পাকা ছাদ না থাকায় নিজের একটা বাড়ির সাধ ছিল অনেক বছর ধরে। স্বপ্ন দেখতেন একদিন জ্যাকপট পেয়ে যাবেন। বাস্তবে সেটাই হল। অনেক আশা নিয়ে লটারি টিকিট কেটেছিলেন। কাজ থেকে ফেরার সময় আচমকা, লটারির নম্বরটা মিলিয়ে দেখতেই ম্যাজিক! নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি সত্যি পয়তাল্লিশ কোটি টাকা জিতেছেন। ১১ বছর ধরে আরবে কাজ করছেন। ভাড়া বাড়িতে কাটাতে হয়েছে এতগুলো দিন। এবার বুঝি দুঃখের সময় কাটলো।দুবাই এবং সংযুক্ত আরব আমিরশাহি সূত্রের খবর, শ্রীজু প্রথম নয়, এর আগেও আরবে এভাবে লটারি কেটে বহু ভারতীয়র জীবন বদলে গেছে। এদেশে যেমন লটারি টাকা থেকে ট্যাক্স কাটা হয় আরবে সেরকম কোন নিয়ম নেই। অর্থাৎ ৪৫ কোটি টাকাই পেয়ে যাচ্ছেন শ্রীজু।