কোচবিহারের তুফানগঞ্জে খু.ন ব্যবসায়ী! পথ আটকে বি.ক্ষোভ স্থানীয়দের, কারণ নিয়ে ধোঁয়াশা

0
1

কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জে (Tufanganj) খুন ব্যবসায়ী (Businessman)। ঘটনার জেরে দোষীদের গ্রেফতারের দাবিতে শুক্রবার সকালে পথ আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যবসায়ীর নাম সুব্রত ঘোষ (৩৫)। তিনি দিনহাটার নাজিরহাটের বাসিন্দা। ছানা বিক্রি করতে তুফানগঞ্জ, বক্সীরহাট এলাকায় যেতেন ওই ব্যবসায়ী।

পরিবারের দাবি, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ ফোন করে বাড়ি ফিরছেন বলে জানান ওই ব্যবসায়ী। তারপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ আসে বলে খবর। এরপর রাতে তুফানগঞ্জের কামাথ শেওড়াগুড়ি এলাকায় রাস্তার ধারে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তবে কী কারণে ব্যবসায়ীকে খুন করা হল তা খতিয়ে দেখছে তুফানগঞ্জ থানার পুলিশ। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের লোকজন। তবে মৃতের পরিবারের অভিযোগ, সুব্রতকে খুন করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, কীভাবে ওই যুবকের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।