১) জয় দিয়ে বিশ্বকাপ যোগ্যতা অর্জনের অভিযান শুরু করল ভারতীয় দল। ২০২৬ ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের রাউন্ড ২ এবং ২০২৭ এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কুয়েতকে তাদেরই মাটিতে হারাল ভারত। ভারতের হয়ে একমাত্র গোল মনবীর সিং-এর।
২) একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলেন অস্ট্রেলিয়া। ইডেন গার্ডেন্সে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। আর সেই ম্যাচে প্রোটিয়াদের ৩ উইকেটে হারায় অজিরা। অজিদের হয়ে অর্ধশতরান ট্রাভিস হেডের।
৩) রবিবার একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। গতকাল সন্ধ্যায় আহমেদাবাদ পৌঁছায় ভারতীয় দল।
৪) নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর এবার এই টস নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সিকন্দর বখত। পাকিস্তানের এক টিভি চ্যানেলে সিকন্দর বখত অভিযোগ করেন, রোহিত শর্মা ষড়যন্ত্র করে টস জেতেন।
৫) নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। আর এরপর ড্রেসিংরুমে সেরা ফিল্ডারের নাম ঘোষণা করেন দলের ফিল্ডিং কোচ টি দীলিপ। এবার সেরা ফিল্ডারের পুরস্কার পান রবীন্দ্র জাদেজা। তাঁর গলায় মেডেল পরিয়ে দেওয়ার সময় কবিতা করেন সূর্যকুমার যাদব।
আরও পড়ুন:একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাকে হারাল ৩ উইকেটে