দুষ্কৃতীদের বোমার আঘাতে মারা গেলেন আমডাঙার (Amdanga ) পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মন্ডল (Roopchand Mondal)। সূত্রের খবর, এদিন সন্ধ্যাবেলা কামদেবপুর হাটে ছিলেন প্রধান। আচমকা সেই সময় তাঁর কাছে একটা ফোন আসে। এরপর তড়িঘড়ি তিনি রাস্তা পার হতে যান। অভিযোগ, সেই সময় কেউ বা কারা তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়েন। তাঁর দুই হাত গুরুতর জখম হয় এবং অবস্থার অবনতি হওয়ায় বারাসত হাসপাতালে (Barasat Hospital) স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষ রক্ষা হল না। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।
উত্তর ২৪ পরগনার আমডাঙার ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যা থেকেই দফায় দফায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থক এবং স্থানীয়রা। পঞ্চায়েত প্রধানকে দেখতে হাসপাতালে আমডাঙার বিধায়ক। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংও বারাসত হাসপাতালে পৌঁছে যান। কে বা কারা কেন আক্রমণ চালালো তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পাশাপাশি দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।