২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আমডাঙার পঞ্চায়েত প্রধান খু.নের ঘটনায় গ্রে.ফতার ১

0
1

আমডাঙার (Amdanga) পঞ্চায়েত প্রধান (Panchayat Head) খুনের ঘটনায় ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার একজনকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। বৃহস্পতিবার সন্ধ্যায় হাট চলাকালীন বোমা মেরে খুন করা হয় পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলকে। এরপর চম্পট দেয় দুষ্কৃতীরা। এদিকে বৃহস্পতিবার রাতভর তল্লাশির পর আমডাঙার খুড়িগাছি এলাকা থেকে আনোয়ার হোসেন মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে উত্তর ২৪ পরগনার জেলা পুলিশ। বাকি দুষ্কৃতীদের খোঁজে জারি রয়েছে তল্লাশি।

স্থানীয় সূত্রে খবর, আমডাঙা ও বোদাই পঞ্চায়েতের মধ্যে কামদেবপুর হাটের দখলদারি নিয়ে সমস্যার কারণেই এই খুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ধৃত আনয়ার বোদাই পঞ্চায়েত এলাকার বাসিন্দা। খুনের ঘটনার জেরে শুক্রবার সকাল থেকে থমথমে এলাকা। কামদেবপুর হাট বন্ধই থাকে শুক্রবার, তবে যেটুকু মানুষের আনাগোনা হয়, সেটাও হয়নি এদিন। আতঙ্কিত সবাই। তবে এদিন প্রধানকে লক্ষ্য করেই বোমা ছোড়া হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। রূপচাঁদের ঠিক বুকের কাছেই লাগে বোমা। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।