শাহিন নয়, বাবরকেই অধিনায়ক হিসাবে চেয়েছিলেন আফ্রিদি

0
3

শাহিন আফ্রিদি নয়, পাকিস্তানের অধিনায়ক হিসাবে বাবর আজমকেই পছন্দ প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির। এদিন এক সাক্ষাৎকারের এমনটাই জানান আফ্রিদি। বুধবার আচমকাই নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বাবার। তারপরই টি-২০ ক্রিকেট দলের অধিনায়কত্বের দ্বায়িত্ব দেওয়া হয় শাহিন আফ্রিদিকে। ওপরদিকে টেস্ট দলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে শান মাসুদকে। আর এরপরই অধিনায়কত্বের ব‍্যাপারে মুখ খোলেন শাহিদ আফ্রিদি।

এই নিয়ে শাহিদ বলেন, “শাহিনকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সঙ্গে মহম্মদ হাফিজও ছিল। সবাই জানে আমার সঙ্গে শাহিনের সম্পর্ক। তাই আমি যদি শাহিনকে অধিনায়ক করতে বলতাম, তাহলে সকলে বলত যে, আমি ওর পক্ষ নিয়ে কথা বলছি। তাই এই ব্যাপারে আমি কথা বলি না।” এরপরই আফ্রিদি জানান, তিনি চেয়েছিলেন বাবরই অধিনায়ক থাকুক। বিশেষ করে লাল বলের ক্রিকেটে বাবরকেই অধিনায়ক রেখে দেওয়ার পক্ষে জোর দিয়েছিলেন বলে জানালেন আফ্রিদি। এই নিয়ে তিনি বলেন, “আমার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হয়। আমরা নেতৃত্ব নিয়েও কথা বলি। আমি বলেছিলাম যে, বাবরকে অধিনায়ক রাখা উচিত। বিশেষ করে টেস্ট দলে। সাদা বলে যদি অধিনায়ক বদলাতেই হয়, তাহলে মহম্মদ রিজওয়ানকে দায়িত্ব দেওয়া উচিত। এটা আমি আগেও অনেক বার বলেছি। বোর্ডের প্রধানও আমাকে ফোন করেছিলেন। তাঁকেও আমি বলেছিলাম যে, বাবরকে লাল বলে অধিনায়ক রাখা উচিত।”

আরও পড়ুন:‘আমাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, খুব রাগ হতো’ : শ্রেয়স