এবার মায়ের হাঁটুতে অ.স্ত্রোপচার, মুম্বই গেলেন অভিষেক

0
1

পুজোর আগে বাঁ পায়ের হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তবে তাঁর চিকিৎসা সঠিক হয়নি বলে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী (CM)। তাই পায়ের সমস্যা ঠিক হতে অনেকটাই সময় লেগে যায়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (A মা লতাদেবীর পায়েও অস্ত্রোপচার করতে হবে বলে জানা যাচ্ছে।

শুক্রবার মায়ের চিকিৎসা করাতে মুম্বই গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন দুপুরের বিমানে তিনি মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গিয়েছে। মুম্বইতে সম্ভবত ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পায়ের চিকিৎসা হবে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের।

ব্রিচ ক্যান্ডি হাসপাতালের হাঁটুর অস্ত্রোপচারের জন্য সুনাম রয়েছে। হাঁটুতে অস্ত্রোপচারের পর কয়েকদিনের জন্য চলাফেরা একটু নিয়ন্ত্রিত রাখতে হতে পারে অভিষেকের মা’কে।