মধ্যপ্রদেশে ভোট পড়ল ৭১%, আঁটোসাঁটো নি.রাপত্তাতেও শেষবেলায় র.ক্তাক্ত ছত্তিশগড়ে ভোট ৬৮%

0
1

২৩০টি বুথে শুক্রবার ভোট হল মধ্যপ্রদেশে। কংগ্রেস -বিজেপি জোর টক্কর হয়েছে। তবে বিক্ষিপ্ত হিংসা হয়েছে মধ্যপ্রদেশে। বেশ কিছু বুথে পাথর ছোঁড়াছুঁড়ি হয়। তবে দিমানি বিধানসভা এলাকায় বিক্ষিপ্তভাবে হিংসা ছড়িয়েছিল। এমনকী গুলিও চলে বলে গ্রামবাসীদের দাবি। সঙ্গে পাথর বৃষ্টি। এক যুবক এতে জখম হয়েছেন বলে খবর।

মিরঘান গ্রামে দুটি বুথে ঝামেলা হয়। এর জেরেই হিংসা ছড়াতে থাকে। এই ঘটনায় প্রিন্স তোমার নামে এক যুবক জখম হয়েছেন। এদিকে হিংসার জেরে এলাকায় লোকজন জমে যায়। তবে পুলিশ দ্রুত তাদের সরিয়ে দেয়।
বিকাল ৬টা পর্যন্ত মধ্যপ্রদেশে ভোট পড়েছে ৭১.১৬ শতাংশ। অন্যদিকে, ছত্তিশগড়ে ভোট পড়েছে ৬৮.১৫ শতাংশ। মধ্যপ্রদেশে একদফায় ২৩০টি বিধানসভা আসনে এদিন ভোটগ্রহণ চলছে। ছত্তিশগড়ে দ্বিতীয় দফায় মোট ৭০টি আসনে ভোটগ্রহণ হয়েছে।

এরই পাশাপাশি, মধ্যপ্রদেশের মোরেনা জেলার দিমানি বিধানসভা কেন্দ্র সবথেকে বেশি উত্তপ্ত হয়েছে এদিন। কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর এই আসনের প্রার্থী। এদিন দুই গোষ্ঠীর মধ্যে পাথর ছোঁড়াছুড়ি হয়। ইতিমধ্যে বেশ কিছু ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে দুই গোষ্ঠীর সমর্থকরা একে অপরের উদ্দেশ্যে পাথর ছুঁড়ছেন। দিমানি বিধানসভার ১৪৮ নম্বর বুথে এদিন অশান্তি শুরু হয়। পরে বিপুল সংখ্যক পুলিশ সেই এলাকায় পৌঁছায়। পরিস্থিতি আপাতত থমথমে রয়েছে।

প্রসঙ্গত, হেভিওয়েট এই আসন প্রথম থেকেই নজরে রয়েছে। কারণ, খোদ কেন্দ্রীয় মন্ত্রী এই বিধানসভার প্রার্থী। একজন আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

অন্যদিকে, ছত্তিশগড়ে ৭০টি কেন্দ্রে ভোট হয়েছে। প্রথম দফায় একাধিক মাও হামলার খবর সামনে এসেছিল। দ্বিতীয় দফাতেও রক্তাক্ত হল ছত্তিশগড়। বুথে বুথে কড়া নিরাপত্তা ছিল। মাও অধ্যুষিত এলাকাগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছিল।

এদিন  ভোটদান শেষ হওয়ার পরই গরিয়াবন্দ এলাকার বড়ে গোবড়া গ্রামে আইইডি বিস্ফোরণে মৃত্যু হল আইটিবিপি (ITBP) জওয়ানের। নকশালরাই এই বিস্ফোরণের পিছনে রয়েছে বলে মনে করা হচ্ছে।