জম্মু-কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে চলা অভিযানে এর বড় সাফল্য ভারতীয় সেনা। গত দুদিন ধরে চলতে থাকা এই অভিযানে নিকেশ হল পাঁচ লস্কর জঙ্গি। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অথচ অস্ত্রশস্ত্র।
জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার সামনো এলাকায় একাধিক বাড়িতে জঙ্গিরা লুকিয়ে রয়েছে, গোপন সূত্রে এই খবর পেয়ে বৃহস্পতিবার অভিযানে নামে ভারতীয় সেনার ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস, ৯ আধাসামরিক বাহিনী, পুলিশ এবং সিআরপিএফ। সন্দেহজনক বাড়ির দিকে যেতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। রাতে গুলির লড়াই থেমে যায়। কিন্তু শুক্রবার দিনের আলো ফুটতেই আবারও শুরু হয় অভিযান। আর তারপরই খতম ৫ জঙ্গি। তবে আরও কয়েকজনের লুকিয়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। তল্লাশি অভিযান এখনো চলছে বলে জানা গিয়েছে।
গত সপ্তাহেই উপত্যকার সোপিয়ানে সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে খতম হয়েছিল এক জঙ্গি। গত বৃহস্পতিবার গভীর রাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় ওই সন্ত্রাসবাদীর। উদ্ধার হয় প্রচুর পরিমাণ অস্ত্র। অন্যদিকে রামগড় সেক্টরে পাক সেনার গোলাবর্ষণে আহত হয়েছিলেন সীমান্তরক্ষী (BSF) বাহিনীর এক জওয়ান।