বঙ্গোপসাগরে আ.ছড়ে পড়তে চলেছে শক্তি.শালী ঘূর্ণি.ঝড়! বড় আপডেট হাওয়া অফিসের

0
1

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বড়সড় প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়তে চলেছে বাংলা। বঙ্গোপসাগরে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মিধিলি (Midhili Cyclone)। মলদ্বীপ এবারের ঝড়ের নামকরণ করেছে বলে জানা যাচ্ছে।অতি গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বিকেলের সর্বশেষ বুলেটিনে এমনই আপডেট দিয়েছে মৌসম ভবন (IMD)।

কালীপুজো – ভাইফোঁটা নির্বিঘ্নে মিটলেও তারপরেই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আগেই জানানো হয়েছিল। সেই মতো আজ সকাল থেকে মেঘলা আকাশ এবং কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় দুপুরের পর থেকে হালকা বৃষ্টিও দেখা গেছে। তবে এবার চিন্তা বাড়াচ্ছে ঘূর্ণিঝড়। বাংলার উপকূলে তুমুল বেগে আছড়ে পড়তে চলেছে মিধিলি (Midhili Cyclone)।ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের কর্তারা বলছেন এখনও পর্যন্ত যা পূর্বাভাস তার ভিত্তিতে বলা যায় ঘূর্ণিঝড়ের জেরে উপকূলের ৩ জেলায় দুর্যোগের আশঙ্কা আছে। তবে বেশি প্রভাব পড়বে সুন্দরবনে। আজ থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। আগামী ৪৮ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।