প্রথম চার ম্যাচে দলে জায়গা হয়নি। রিজার্ভ বেঞ্চে বসে কাটাতে হয়েছে। হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) চোট পাওয়ার পর কপাল খোলে মহম্মদ শামির (Md Shami)। কম্বিনেশন বদলে তিন পেসারে খেলার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার (India) থিঙ্ক ট্যাঙ্ক। আর সেই উপেক্ষিত শামিরই এবার একের পর এক রেকর্ড। ভারতীয় বোলার হিসেবে একদিনের ক্রিকেটে সেরা পারফরম্যান্স। বিশ্বকাপের (World Cup) মঞ্চে এত ভাল পারফরম্যান্স কারও নেই। বুধবার ৫৭ রানে ৭ উইকেট নেন ভারতীয় এই পেসার। এক বিশ্বকাপে ভারতের বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট এটিই। মাত্র ৬ ম্যাচে ২৩ উইকেট নিয়ে জাহির খানকে ছাপিয়ে গেলেন শামি। বিশ্বকাপের ১৯ ম্যাচে ৫০ উইকেট নিয়েছিলেন মিচেল স্টার্ক। শামি ১৭ ইনিংসে সেই লক্ষ্যে পৌঁছে যান। পাঁচ উইকেট নেওয়ার ক্ষেত্রেও অস্ট্রেলিয়ান পেসারকে ছাপিয়ে যান ভারতীয় বোলার। আর শামির অসাধারণ সাফল্যে তাঁকে সমর্থকদের পাশাপাশি শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সমস্ত মহলের মানুষ। পেসারকে নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
এদিন এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, অবিশ্বাস্য শামি। দুর্দান্ত ব্যাটিং থেকে বোলিং, এদিনের ম্যাচ সত্যিই রোমাঞ্চকর! পাশাপাশি ভারতীয় দলকে ফাইনালে ওঠার শুভেচ্ছা জানিয়ে অভিষেক লেখেন, ফাইনালে ওঠার জন্য ভারতের পুরুষ ক্রিকেট দলকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তাঁদের সাফল্য কামনা করি। অনেক শুভ কামনা টিম ইন্ডিয়া। এদিনের ম্যাচে শামি ৯.৫ ওভার বল করেছেন। দিয়েছেন ৫৭ রান। সাতজন কিউয়ি ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন তিনি। ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ডারিল মিচেল, টিম সাউদি এবং লকি ফার্গুসনকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন এই ভারতীয় পেসার। গোটা স্পেলে করেছেন মাত্র দুটি ওয়াইড বল।
Incredible SHAMI-Final!
From stellar batting to spectacular wicket-taking bowling, it was truly a thrilling match!
Congratulations to the Indian Men's Cricket Team for making it to the #CWC2023 Finals. Here’s wishing them success.
Good luck, Team India 🇮🇳 #INDvsNZ
— Abhishek Banerjee (@abhishekaitc) November 15, 2023