আমডাঙায় তৃণমূল পঞ্চায়েত প্রধানকে বো.মা, বিক্ষো.ভে অবরু.দ্ধ জাতীয় সড়ক!

0
2

উত্তর ২৪ পরগনার আমডাঙায় (Aamdanga, North 24 parganas) তৃণমূল পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মন্ডলকে (Roopchand Mondal) লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। বোমায় হাত উড়ল পঞ্চায়েত প্রধানের। অত্যন্ত গুরুতর অবস্থায় বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ঘটনার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থক এবং স্থানীয়দের। আহত পঞ্চায়েত প্রধানকে দেখতে হাসপাতালে আমডাঙার বিধায়ক। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংও গেছিলেন বলে জানা যাচ্ছে।কে বা কারা কেন আক্রমণ চালালো তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা। চিকিৎসকরা বলছেন, অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন আক্রান্ত পঞ্চায়েত প্রধান। রূপচাঁদ মন্ডল হাটে যাওয়ার পথে এই বোমাবাজির ঘটনা ঘটেছে। দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।