৩ বোনের কাছ থেকে ভাইফোঁটা নিলেন মন্ত্রী শোভনদেব

0
1

তিনি রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী। সারা বছর রাজনীতির পাশাপাশি প্রশাসনিক কাজও সামলাতে হয়। উৎসবের দিনগুলিতে ব্যস্ত থাকতে হয় সামাজিকতায়।

আজ ভাইফোঁটা। বাঙালির অত্যন্ত আবেগের দিন। ভাইরা যে যেখানেই থাকুন না কেন এই দিনটায় অন্তত বোনের সঙ্গে দেখা করতে আসেন। রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ব্যতিক্রম নয়।

ভাইফোঁটার দিন ফোঁটা নিতে বেরিয়ে পড়েছেন মন্ত্রী শোভনদেব। তাঁর ৩ বোন। আজ তাদের কাছ থেকেই ফোঁটা নিয়েছেন তিনি। শোভনদেববাবুর পছন্দের মিষ্টি কেশর লাড্ডু।

এদিকে ভাইয়ের খাবারের কথা মাথায় রেখে বোনেরা শোভনদেবের জন্য রান্না করেছেন মাছ, মাংস-সহ অন্যান্য পদ। কিন্তু শোভনদেবের ফোকাস মূলত ভাত, ডাল, আলু পোস্ত ও পোস্ত বড়ায়। সবমিলিয়ে ভাইফোঁটা চুটিয়ে উপভোগ করলেন মন্ত্রী শোভনদেব।