ক্রিকেটজীবনের ১০০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচে শামি হতে পারেন রোহিতের তুরুপের তাস

0
3

বিশ্বকাপ সেমিফাইনালে মাইলফলকের দোরগোড়ায় দাঁড়িয়ে মহম্মদ শামি। নিশ্চয়ই ভাবছেন কী সেই মাইলফলক? বুধবার নিউজাল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামলেই সেঞ্চুরি করবেন বাংলার জোরে বোলার। বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা শামির চোখ ১০১-এ। দেশকে ফাইনালে তুলতে চান তিনি।

গত রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৯৯তম এক দিনের ম্যাচ খেলেছিলেন শামি। বুধবার বিশ্বকাপের সেমিফাইনাল তাঁর ক্রিকেটজীবনের ১০০তম এক দিনের আন্তর্জাতিক ম্যাচ।
এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ১৬টি উইকেট নিয়েছেন শামি। দু’বার ৫ উইকেট পেয়েছেন। এক দিনের ক্রিকেটে জীবনের সেরা বোলিং করেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। ভারতীয় বোলারদের মধ্যে তিনিই এখন বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি।

বুধবার ওয়াংখেড়েতেও তিনি রোহিত শর্মার তুরুপের তাস হতে পারেন। বাংলার জোরে বোলার নিশ্চিত ভাবে চেষ্টা করবেন নিজের ১০০তম এক দিনের ম্যাচকে স্মরণীয় করে রাখতে।