কাউন্টডাউন শুরু, বিশ্বকাপের সেমিফাইনালে না.শকতা? হু.মকি মেসেজ ঘিরে তু.লকালাম

0
2

কাউন্টডাউন শুরু। আর মাত্র কয়েক ঘণ্টা। তার পরই হাই ভোল্টেজ সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া । মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। খেলা শুরুর মুখে হঠাৎই এল হুমকি মেসেজ। ম্যাচ চলাকালীন গ্যালারিতে নাশকতার হুঁশিয়ারি দেওয়া হয়েছে যা দেখে কপালে চিন্তার ভাঁজ পড়েছে মুম্বই পুলিশের।

অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি এক্স হ্যান্ডেল লিখেছে, ভারত-নিউজিল্যান্ড ম্যাচ চলাকালীন ওয়াংখেডে স্টেডিয়ামে ন্যাক্কারজনক ঘটনা ঘটবে। হুমকি পোস্টে ওই ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও বুলেট হাত দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।
এই হুমকি পোস্ট পাওয়া মাত্রই তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে। হুমকি পোস্ট করা ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

সেমি ফাইনাল ঘিরে পারদ চড়তে থাকায় এদিন সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে ভিড় জমতে শুরু করেছে। ম্যাচ দেখতে রাজনীতি ও সিনেমা জগতের একাধিক সেলিব্রেটি আসতে পারেন বলে খবর। তাই কোনও রকমের ঝুঁকি নিতে নারাজ মুম্বই পুলিশ। কার্যত গোটা স্টেডিয়াম ঘিরে রেখেছেন উর্দিধারীরা।

এদিন সকালে ওয়াংখেডেতে হামলার হুমকির কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মুম্বই পুলিশ। তবে কাউকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্টেডিয়াম চত্বর ছাড়াও বিমানবন্দর, রেল স্টেশনের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে।