দেশে ফিরেই বড়সড় সিদ্ধান্ত নিলেন বাবর আজম। বুধবারই পাকিস্তান ক্রিকেটের সব ধরনের ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন বাবর আজম। নিজেই টুইট করে এখবর জানিয়েছেন।
নিজের এক্স হ্যান্ডেলে পাকিস্তানের বিদায়ী অধিনায়ক লিখেছেন, “তিন ফরম্যাটের ক্রিকেটে পাকিস্তানের নেতৃত্ব ছাড়ছি। এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল। তবে এটাই সঠিক সময়। নেতৃত্ব ছাড়লেও আমি পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই খেলব। নয়া অধিনায়ককে সবরকমভাবে সাহায্য করব। আমার সব অভিজ্ঞতা ভাগ করে দলের সঙ্গে ঠিক আগেরমতোই।’’
২০১৯ সালে বাবরকে পাক দলের অধিনায়ক পদে বসানো হয়েছিল। তিনি ভালই শুরু করেছিলেন। তিনি অধিনায়ক থাকাকালীন দারুণ খেলছিলেনও। বাবর না সরলে তাঁকেই সরিয়ে দিতেন পাক কর্তারা। তিনি সেটি ভালই বুঝে গিয়েছিলেন। বাবর সরে যাওয়ায় দলের নেতৃত্বের দৌড়ে এগিয়ে এলেন রিজওয়ান।
আরও পড়ুন- রশ্মিকার ‘ডিপফে.ক’ ভিডিয়ো কাণ্ডে মুখ খুললেন ধৃ.ত!