অপেক্ষার অবসান, গঙ্গার তলা দিয়ে মেট্রো চলবে কবে, জানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ!

0
1

কয়েক দফায় সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। এবার গঙ্গার তলা দিয়ে সাধারণ মানুষের জন্য মেট্রো পরিষেবা (Metro Service) শুরু হবার পালা। কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে এবার সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দেওয়া হল। ইস্ট ওয়েস্ট মেট্রোর (East West Metro) সম্পূর্ণ পরিষেবা চালু হলে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পৌঁছতে আর সমস্যা হবে না। আশা করা হচ্ছে আগামী বছরের মাঝামাঝি অর্থাৎ জুন মাস নাগাদ পুরোদমে গঙ্গার তলা দিয়ে চলবে মেট্রো। প্রেস বিজ্ঞপ্তি জারি করে এমন কথাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Railway) কর্তৃপক্ষ।

হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশন হয়ে গঙ্গার তলা দিয়ে ধর্মতলা পর্যন্ত মেট্রো রুটে সেরকম কোন সমস্যা নেই। কিন্তু বৌবাজার এলাকায় (Metro Work in Bowbazar area) মেট্রোর আন্ডারগ্রাউন্ড ক্রস প্যাসেজের কাজের সময় একাধিকবার বিপত্তি হয়েছে। সেই কারণে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার ট্র্যাক তৈরির পথে বার বার ধাক্কা খেয়েছে মেট্রোর কাজ। তবে মনে করা হচ্ছে সব বাধা কাটিয়ে আগামী জুন মাসেই হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার টার্গেট রয়েছে। এতে তথ্যপ্রযুক্তি নগরীর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আর ভিড় ট্র্যাফিকে আটকে পড়তে হবে না অফিস যাত্রীদের।