ছয় মাসের চুক্তিতে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন সাবেক প্রোটিয়া পেসার মরনে মরকেল। কথা ছিল, তিনি কাজ করবেন বছরের শেষ পর্যন্ত। তবে বিশ্বকাপ শেষে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই দায়িত্ব ছেড়েছেন মরকেল।
পিসিবি সোমবার এক বিজ্ঞপ্তিতে মরকেলের চাকরি ছাড়ার খবর জানিয়েছে। মরকেলের বিদায়ে কে হতে পারেন পাকিস্তানের নতুন বোলিং কোচ? পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে, পাকিস্তানের নতুন বোলিং কোচ হতে পারেন প্রাক্তন পেসার উমর গুল। যদিও এই পেসার জানিয়েছেন, তাঁর সঙ্গে পিসিবি এখনও যোগাযোগ করেনি।
চলতি বছরের জুনে পাকিস্তানের ফাস্ট বোলিং কোচের দায়িত্ব নেন মরকেল। শুরুর দিকে পাকিস্তানের বোলিং আক্রমণ তাঁর অধীনে দারুণ পারফর্ম করলেও বিশ্বকাপে ছিল ব্যর্থ। হারিস রউফ ১৪ উইকেট পেলেও এক বিশ্বকাপে সর্বোচ্চ রান দেওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েন।





































































































































