জয়নগরের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, ভাড়াটে খু.নিদের খোঁজে চিরুনি ত.ল্লাশি পুলিশের

0
2

সোমবারের তুমুল অশান্তির পর জয়নগরে আজ মঙ্গলবার ঘরছাড়া গ্রামবাসীরা ফিরে আসতে চেয়েছিলেন।ঘোলা জলে মাছ ধরতে তাঁদের সঙ্গে আসেন সুজন চক্রবর্তী-সহ সিপিএম নেতৃত্ব। কিন্তু পুলিশ আটকিয়ে দেয় সিপিএম নেতৃত্বকে।তাদের সঙ্গে আটকিয়ে যান ক্ষুব্ধ গ্রামবাসীরা।

জয়নগরের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর সোমবার খুন হয়েছেন। তার আগের মূহূর্তের সিসিটিভি ফুটেজ পেয়েছে পুলিশ। তাতে দেখা যাচ্ছে, তৃণমূল নেতা ধীরেসুস্থে হাঁটছেন রাস্তা দিয়ে। আচমকা তাঁর পাশ ঘেঁষে দুটো মোটরবাইক এসে দাঁড়ায়। তার পরের দৃশ্য আর দেখা যায়নি। তবে বেশ কয়েক জন স্থানীয় বাসিন্দাকে ছুটে আসতে দেখা যায়। তার পরেই মৃত্যু হয় ওই তৃণমূল নেতার। এই ফুটেজের মাধ্যমে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা।চলছে চিরুনি তল্লাশি।

যদিও ধৃত শাহরুল শেখ দাবি করেছেন, তিনি গুলি চালাননি। তৃণমূল নেতাকে গুলি করেছেন অন্য কেউ।তদন্তকারীদের ধারণা, খুনের নেপথ্যে কোনও ‘পাকা মাথা’ রয়েছে। এ-ও জানা যায়, ওই খুনে এক লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল। সেই ভাড়াটে খুনিদের খোঁজ চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত জয়নগরকাণ্ডে মোট তিনটি মামলা রুজু করা হয়েছে। একটি তৃণমূল নেতার খুন, দ্বিতীয়টি পিটিয়ে মারার ঘটনা এবং তিন নম্বর হল এলাকার কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগে।