প্রধানমন্ত্রীর বি.রুদ্ধে মা.নহানিকর পোস্ট! আম আদমি পার্টিকে শো.কজ নোটিশ পাঠালো নির্বাচন কমিশন

0
2

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘মানহানিকর, অবমাননাকর’ সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আম আদমি পার্টিকে শোকজ নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আম আদমি পার্টির জাতীয় প্রবক্তা অরবিন্দ কেজরিওয়ালকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন মঙ্গলবার আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বৃহস্পতিবারের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে, দলের তরফে করা দুটি এক্স পোস্টের উপরে অভিযোগ করে, যেখানে বলা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যবসায়ী গৌতম আদানির পক্ষে কাজ করেছেন। ১০ নভেম্বর বিজেপির করা অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, অভিযোগে উল্লিখিত আম আদমি পার্টির হ্যান্ডেল থেকে করা টুইটগুলি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে।

আরও পড়ুন- মধ্যপ্রদেশে ১৯ শতাংশ প্রার্থী ফৌ.জদারি মা.মলায় অ.ভিযুক্ত! শীর্ষে বিজেপি প্রার্থী