ফের মহানগরে অ.ঙ্গ প্রতিস্থাপনের উদ্যোগ: ব্রেন ডে.থের রোগীর কি.ডনি গেল গ্রিন করিডরে

0
1

ফের মহানগরে অঙ্গ প্রতিস্থাপনের উদ্যোগ। ব্রেন ডেথের রোগীর কিডনি প্রতিস্থাপন হচ্ছে রুবি জেনারেল হাসপাতালে। কলকাতার (Kolkata) বাইপাসের ধারের আর একটি বেসরকারি হাসপাতাল অ্যাপোলো হাসপাতালে থেকে গ্রিন করিডর (Green Corridor) করে মঙ্গলবার বিকেলে কিডনি যায় রুবিতে।

পথ দুর্ঘটনার শিকার ভাটপাড়া শ্যামনগরের বাসিন্দা একুশ বছরের দীপকুমার রায় ভর্তি হন অ্যাপোলো হাসপাতালে। সেখানেই তাঁর ব্রেন ডেথ হয়। এদিকে, কসবার শান্তিপল্লির বাসিন্দা নির্মলকুমার সামাল দুরারোগ্য কিডনির অসুখ নিয়ে ভর্তি রুবি হাসপাতালে। ৬৪ বছরের নির্মল একটি কিডনির জন্য অপেক্ষা করছিলেন। এদিকে দীপের ব্রেন ডেথের পরে তাঁর পরিবার অঙ্গদানের সিদ্ধান্ত নেয়। এরপরই দীপের কিডনি গ্রিন করিডর (Green Corridor) করে পাঠানো হয় রুবিতে। সেখানেই অস্ত্রোপচার চলছে।