দেশের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর ১৩৪ তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার সংসদের সেন্ট্রাল হলে তাঁর ছবিতে পুষ্পস্তবক অর্পণ করলেন সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কেসি ভেনুগোপাল সহ কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। তবে এদিন অনুপস্থিত ছিলেন শাসকদল তথা বিজেপি সাংসদরা । এছাড়াও অন্য কোনও দলের আর কোনও প্রতিনিধিরা এদিন সংসদের সেন্ট্রাল হলে উপস্থিত ছিলেন না।

জওহরলাল নেহরুর ১৩৪ জন্মবার্ষিকীতে তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলে জওহরলাল নেহেরুর ডিসকভারি অফ ইন্ডিয়া বইয়ের প্রসঙ্গ তোলেন। এক্স অ্যাকাউন্টে এদিন তিনি লেখেন, “চলতি বছরের গোড়ার দিকে ৬ মাস যখন আমি জেলবন্দি ছিলাম, সেই সময় সবচেয়ে বড় ইস্যু ছিল মানসিক সুস্থতা এবং বুদ্ধিমত্তা ধরে রাখা। আমি পরিবারকে ডিসকভারি অফ ইন্ডিয়া এবং গ্লিমপেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বই দুটি চেয়ে পাঠিয়েছিলাম। এই দিনগুলিতে বই দুটি শুধুমাত্র আমায় সান্তনা দেয়নি, আমাদের ইতিহাস সম্পর্কে আরও পরিচ্ছন্ন ধারণা দিয়েছে।” তাঁর মতে, “আজ তাঁকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং দেশের কাঠামো ও ভিত্তিকে নষ্ট করে নেহেরুকে ছোটো করার চেষ্টা করা হচ্ছে।”
আরও পড়ুন- প্র.য়াত লেপচা বোর্ডের চেয়ারম্যান লিয়াংসং তামসাং, শো.কপ্রকাশ মুখ্যমন্ত্রীর






































































































































