ভাড়া দেওয়া ঘর পরিষ্কার করাতে গিয়েছিলেন এক চিকিৎসক। তখনই শৌচালয়ের মধ্যে একটি পরিত্যক্ত
ড্রাম দেখতে পান তিনি। ড্রামের মুখ হোয়াইট সিমেন্ট দিয়ে বন্ধ ছিল। সন্দেহ হয় চিকিৎসকের। ড্রামের মধ্যে কিছু রয়েছে আঁচ করতে পেরে নিজে তাতে হাত দেননি।

এরপর চিকিৎসক খবর দেন বাগুইআটি থানায়। পুলিশ এসে ড্রামটি খুলেতেই চক্ষু চড়কগাছ। ভয়ঙ্কর কাণ্ড। মৃতদেহের চামড়া পচে খসে পড়ছে। বেরিয়ে গিয়েছে কঙ্কাল। ঘটনা বাগুইআটির জগৎপুর বাজার সংলগ্ন এলাকার একটি বাড়িতে। পুলিশের প্রাথমিকভাবে অনুমান, দেহটি কোনও মহিলার। দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, জগৎপুর বাজারে ডাক্তার গোপাল মুখোপাধ্যায়ের বড় বাড়ি। সেখানে বেশকিছু ঘর তিনি ভাড়ায় দিয়েছিলেন। বাড়ি পরিষ্কার করতে এসে পচা গন্ধ পান গোপালবাবু। তারপরই পুলিশ আসতে পচাগলা মৃতদেহটি উদ্ধার। এখনও শনাক্ত হয়নি। ওই দেহটি কোনও ভাড়াটিয়ার কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করেছেন বিধাননগর কমিশনারেটের উচ্চ পদস্থ কর্তারা।









































































































































