সেমিফাইনালে ভারতের সামনে সেই নিউজিল্যান্ড, দল কি চাপে, কী বললেন টিম ইন্ডিয়ার কোচ দ্রাবিড়?

0
1

বুধবার একদিনের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে নামছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২০১৯ সালে বিশ্বকাপে সেমিফাইনালে এই কিউইদের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল টিম ইন্ডিয়া। ২০২৩ সালে বিশ্বকাপের সেমিফাইনালে সেই ভারতের নিউজিল্যান্ড। তাই বুধবার খেলতে নামার আগে এই বিষয়কি ভাবাচ্ছে টিম ইন্ডিয়াকে। ভারতীয় দলের কোচের কথায় একদমই ভাবাচ্ছে না।

এই নিয়ে দ্রাবিড় বলেন,” নক-আউট ম্যাচে চাপ থাকলেও এখনও পর্যন্ত টুর্নামেন্টে যেভাবে নিজেদের মেলে ধরছে ভারতীয় দল, সেমিফাইনালেও তার অন্যথা হবে না। আমার মনে হয় না আমাদের পরিকল্পনায় কোনও বদল হবে। যেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি, সেমিফাইনালে আলাদা কিছু করার প্রয়োজন হবে বলে মনে করি না।”

এরপরই দ্রাবিড় আরও বলেন,” যদি বলি এটা সেমিফাইনাল আরও একটা সাধারণ ম্যাচ মাত্র, তাহলে সেটা যথাযথ হবে না। অবশ্যই এটা সেমিফাইনাল ম্যাচ, তবে যেভাবে আমরা প্রতিটি ম্যাচে নিজেদের প্রয়োগ করেছি, তার অন্যথা হবে না। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। এটা নক-আউট ম্যাচ। আমাদের মেনে নিতেই হবে যে, এই ম্যাচে বাড়তি চাপ থাকবে। তবে এখনও পর্যন্ত চাপের মুখে যেভাবে পরিস্থিতি সামলেছি আমরা, সেটা আমাদের মধ্যে বাড়তি আত্মিবিশ্বাসের সঞ্চার করেছে। আমাদের বিশ্বাস জুগিয়েছ।”

আরও পড়ুন:ভারতীয় দলকে নিয়ে কী স্বপ্ন দেখেন সুনীল? জানালেন স্বয়ং নিজেই