অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে চূড়ান্ত খসড়া তৈরি করতে আরও সময় প্রয়োজন আইন কমিশনের। বিভিন্ন মহলের তরফে প্রস্তাব চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল আইন কমিশন (Law Commission)। তার ভিত্তিতে এখনও পর্যন্ত ৭৫ লক্ষ জবাব পাওয়া গিয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন পক্ষের সঙ্গে এক প্রস্থ আলোচনা করেছেন আইন কমিশনের চেয়ারম্যান ঋতুরাজ অবস্থি। তবে কাজ শেষ হওয়ার এখনও কোনও সময়সীমা আইন কমিশন দিতে পারেনি বলে সূত্রের খবর।
গত ২৭ জুন অভিন্ন দেওয়ানি বিধির (Uniform Civil Code) পক্ষে জোরদার সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তারপরেই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়। আইন মন্ত্রকের সূত্রে খবর, এটা একটা জটিল প্রক্রিয়া। দুয়েকদিনে কাজটি সম্পূর্ণ করা সম্ভব নয়। সমস্ত ব্যক্তিগত আইন খতিয়ে বিবেচনা করা প্রয়োজন। সেই কাজটি কোনও নির্দিষ্ট ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়। আইন কমিশনের বক্তব্য, বিভিন্ন রাজ্যে এই বিষয়ে সম্মেলন, আলোচনাসভা, জনসভা করার পরিকল্পনা করা হয়েছে। সব দিক খতিয়ে দেখে বিশদে আলোচনা করা হবে।
আরও পড়ুন- এবার মোটর স্পোর্টসের আয়োজনে জ্যোতির্ময় পাবলিক স্কুল