পূর্ব ভূমধ্যসাগরে হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল পাঁচ জন মার্কিন সেনা জওয়ানের। স্থানীয় সময় রবিবার এ তথ্য প্রকাশ্য এনেছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন সামরিক বিভাগের তরফে জানানো হয়েছে, রুটিন অনুশীলন চলাকালীন রিফুয়েলিং করার সময় দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টার। যার জেরে মৃত্যু হয় পাঁচজনের। এই দুর্ঘটনার কথা প্রকাশ্যে আসার পর শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এই ঘটনার পর দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকা মার্কিন সামরিক বিমান এবং জাহাজ ওই পাঁচ জনের দেহ উদ্ধারের কাজে নেমেছে। পূর্ব ভূমধ্যসাগরের ঠিক কোথায় এই দুর্ঘটনা ঘটেছে তা অবশ্য স্পষ্ট করে জানানো হয়নি মার্কিন সামরিক বিবৃতিতে। তবে হামাস-ইজরায়েল সংঘাত শুরু পর আমেরিকা গত এক মাসে পূর্ব ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরি, সেইসঙ্গে জাহাজ এবং বহু যুদ্ধবিমানকে নিয়ে গেছে। সেখানে দুর্ঘটনার কবলে পড়েছে হেলিকপ্টারটি। যদিও সেনাবাহিনী তরফে জানানো হয়েছে। এটি নিছকই দুর্ঘটনা, কোনও শত্রু হামলা নয়।
মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেছেন, শনিবার ভোরে ভূমধ্যসাগরে প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনায় পাঁচ মার্কিন সেনার মর্মান্তিক মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। তিনি আরও বলেন, এই দুর্ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছি। পাঁচ সেনা জওয়ানের মৃত্যুতে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।