মেডিক্যালের পর এবার তিলজলার একটি বন্ধ গোডাউনে ভয়াবহ আগুন লাগল সোমবার। গোডাউনে মূলত কাঠের সামগ্রী ও রবারের কিছু সামগ্রী মজুত ছিল বলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে দেওয়াল ধসে পড়ে। দেওয়াল ধসে আহত হয়েছেন ৩ জন দমকল কর্মী। একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। আগামীকাল সবদিক খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে দমকলের তরফে।
এলাকার বাসিন্দাদের কথায়, এই কারখানা অনেকদিন ধরেই বন্ধ। ভিতরে পুরনো প্রচুর কাঠ রাখা ছিল। তাতেই মুহূর্তে আগুন ধরে যায়। হাওয়াও ছিল, ফলে ছড়িয়ে পড়ে আগুন। কী করে আগুন লাগল তা স্পষ্ট নয়।
আরও পড়ুন- ডে.ঙ্গির দাপট অব্যাহত! রাজ্যে আ.ক্রান্তের সংখ্যা ১ লক্ষের পথে