ডে.ঙ্গির দাপট অব্যাহত! রাজ্যে আ.ক্রান্তের সংখ্যা ১ লক্ষের পথে

0
1

রাজ্যে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যায় সর্বকালীন রেকর্ড। স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৫০৫ জন। এর মধ্যে ৫৫ হাজার ২৭৮ জন সরকারি হাসপাতাল বা ল্যাবে এবং ৩২ হাজার ২২৭ জন বেসরকারি হাসপাতাল বা ল্যাবে ডেঙ্গি পজিটিভ হয়েছেন। এখনও পর্যন্ত ডেঙ্গিতে ৭০ জনের বেশি প্রাণ হারিয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের চেয়ে এবার এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের প্রায় ২০ হাজার বেশি। সরকারি হিসেবে গত বছর মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬৭ হাজার ২৭১ জন।

বর্ষা বিদায় নিলেও, সপ্তাহে প্রায় ৫ হাজার করে ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন। ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত পরিস্থিতির পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই অবস্থায় এবার ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যেতে পারে বলে চিকিৎসকদের আশঙ্কা।

আরও পড়ুন- অভিন্ন দেওয়ানি বিধির চূড়ান্ত খসড়া করতে আরও সময় প্রয়োজন আইন কমিশনের!