ফুলের বাজারে জবার দাম স্বাভাবিকের তুলনায় ছ’গুণ বেড়ে গিয়েছে। মল্লিকঘাট ফুল বাজারে ইতিমধ্যেই পদ্মের জায়গা পুরোদস্তুর দখল করে ফেলেছে পঞ্চজবা, লালজবা আর রাশি রাশি জবার কুঁড়ি। শনিবার প্রতি হাজার জবাফুলের পাইকারি দর ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে ওঠানামা করেছে।
আজ কালীপুজোর দিনে হাজারটি জবাফুলের দাম ন্যূনতম ২০০০ টাকা হয়েছে । খুচরো বাজারে সেই দাম আরও চড়া।
পাশাপাশি, কালীপুজোয় অপরিহার্য ১০৮টি জবার মালা । এদিন কম করে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে ।
কিন্তু কেন এত দাম? এ বছর গত বারের মতো জোগানে তেমন ঘাটতি নেই বলেই জানাচ্ছেন ফুল ব্যবসায়ীরা।তবু জবার দামের পারদ ঊর্ধ্বমুখী— বলছেন ব্যবসায়ীরা।
ব্যাখ্যা করতে গিয়ে ‘সারা বাংলা ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক এবং মল্লিকঘাট ফুলবাজার পরিচালন সমিতির সদস্য নারায়ণ নায়েক বলেন, দুর্গাপুজোর পরপরই ফুলের উৎপাদন কমে যায়। কারণ নতুন করে কুঁড়ি আসার আর সময় নেই। জবাফুল একটানা পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।





































































































































