কোচবিহার রসিকবিল পর্যটন কেন্দ্রে আরও পর্যটক টানতে গ্রামের একাধিক রাস্তা নতুন করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে৷ শীত পড়তেই কোচবিহার রসিকবিল পর্যটন কেন্দ্রে পর্যটকরা বেশি ভিড় করেন। সেই কথা মাথায় রেখে এই পর্যটন কেন্দ্র যাওয়ার জন্য বক্সিরহাট গ্রামের একাধিক রাস্তা সংস্কার শুরু হয়েছে। কোচবিহার জেলা পরিষদ সদস্য চৈতি বর্মন বড়ুয়া জানান, জোর কদমে কাজ চলছে। নতুন রাস্তা পেয়ে গ্রামের মানুষ ভীষণ খুশি। পর্যটকদেরও খুব সুবিধা হবে রসিকবিলে যেতে।
প্রসঙ্গত , কোচবিহার শহর থেকে রসিক বিল প্রকৃতি পর্যটন কেন্দ্র প্রায় ৫০ কিলোমিটার দূরে।বাম আমলে বেহাল ছিল এই হেরিটেজ রাস্তা। সেই কাঁচা রাস্তা পাকা হয়েছে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে৷ ফের সেই রাস্তা সংস্কারের কাজ চলছে জোর কদমে । জানা গিয়েছে , পূর্ত দফতরের ৫০ লক্ষ টাকায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে৷ রসিকবিল পর্যটন কেন্দ্রে যাতায়াতের পথে টাকোয়ামারি ,নাগুরহাট ,বোচামারির গ্রামের মানুষ চলাচল করে এই রাস্তায়। এছাড়াও স্কুল কলেজের ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দারা যাতায়াত করেন । সারাবছর পর্যটকরা আসেন রসিকবিলে ।কোচবিহার জেলাপরিষদ সূত্রে জানা গিয়েছে, টাকোয়ামারী থেকে এক কিলোমিটার ও রায়ডাক চৌপথী এলাকায় আরও এক কিলোমিটার রাস্তা তৈরি হবে।
প্রতিটি রাস্তায় ফিফটিন ফিনান্স প্রকল্পের তিরিশ লক্ষ টাকা ব্যায় হবে৷